BCS-Solution

বধ্যভূমি

বধ্যভূমি কী?
বধ্যভূমি হচ্ছে বধ বা হত্যা করার স্থান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দখলদার বাহিনী ও বাংলাদেশের স্বাধীনতা-বিরোধীরা স্বাধীনতার জন্যে যুদ্ধরত মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের লোকদের নদী বা বিলের ধারে, বনে কিংবা পোড়া বাড়িতে নিয়ে গিয়ে মেরে ফেলত। সেই বধ করা বা মেরে ফেলার জায়গাটিকে বলা হয় বধ্যভূমি। ঝালকাঠিতে এমনই একটি বধ্যভূমি ছিল। ঢাকায় রায়ের বাজারে এ-রকম একটি বধ্যভূমি পাওয়া গেছে। সেখানে শহিদ হওয়া বীর সন্তানদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এরকম অনেক বধ্যভূমি আছে। শহিদদের সম্মানে সেখানে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। প্রতিবছর বিজয় দিবসে সেখানে পুষ্প স্তবক অর্পণ করে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Exit mobile version