BCS-Solution

প্রজাতন্ত্র কি?

যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে ক্ষমতা লাভ করেন, তাকে প্রজাতন্ত্র বলে। যেমন- বাংলাদেশ। প্রজাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ Republic যা ল্যাটিন শব্দ res publica থেকে এসেছে। এর অর্থ জনগণের ব্যাপার বা জনগণ সংশ্লিষ্ট, যা কারো ব্যক্তিগত বিষয় বা শাসকের বিষয় নয়।

বিশ্বের অনেক দেশের নেতারা, তাদের দেশের নামের সাথে প্রজাতন্ত্র(Republic) শব্দটি ব্যবহার করছে। কিন্তু উপরোক্ত সজ্ঞার ভিত্তিতে তাদেরকে প্রজাতন্ত্র বলা যায় না। কেননা বিশ্বের অনেক দেশে এখন নামে মাত্র ভোট হয়। সে সকল দেশের জনগণকে তাদের পছন্দের নেতা বেছে নিতে দেওয়া হয় না। অথবা কেউ কেউ তাদের প্রতিদ্বন্দ্বীই রাখেনি। নামে মাত্র বিরোধী দল থাকে। মাঝে মধে সে বিরোধীদল ও হয় গৃহপালিত!!

রাশিয়া, চীনের নামের সাথে ও শব্দটি জড়িত কিন্তু সেখানেও ভ্লাদিমির পুতিন ও সি জিন পিং জেঁকে বসেছেন। রাশিয়া তে নামে মাত্র ভোট হয়েগেল ২০১৮ সালে।


👉 Read More...👇
Exit mobile version