BCS-Solution

পণ্যভিত্তিক আমদানি ব্যয়

২০১৭-১৮ অর্থবছরের ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত মােট আমদানি ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮,৭১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬.২ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরে মােট আমদানি ব্যয়ের পরিমাণ (সিআইএফ) দাঁড়িয়েছিল ৪৭,০০৫ মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯০ শতাংশ বেশি। দেশভিত্তিক আমদানির ক্ষেত্রে চীনের অবস্থান শীর্ষে। চলতি অর্থবছরে মােট আমদানি ব্যয়ের ২৭.৪ শতাংশ চীন থেকে আমদানি করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া (২১.২%) ও ভারত (১৫.২%)। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম আট মাসে দেশের আমদানি বাবদ মােট ৩০,৬৭২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে।

দ্রব্যসমূহ পরিমাণ (MUSD)
ক) প্রধান প্রাথমিক দ্রব্যসমূহ
চাল ১৩১০
গম ১১০১
তৈলবীজ ৩২৯
অপরিশােধিত পেট্রোলিয়াম ২৩১
তুলা ১৯৯৬
মোট ৪৯৬৭
খ) প্রধান শিল্পজাত পণ্যসমূহ
ভােজ্য তৈল ১১৯৭
পেট্রোলিয়াজাত পণ্যসামগ্রী ২১৮৪
সার ৮২৩
ক্লিংকার ৪২৬
স্টেপল ফাইবার ৭৮৫
সূতা ১৪৫৭
মোট ১৬৪০৬
গ) মূলধনী যন্ত্রসামগ্রী ৯৫৩৪
ঘ) অন্যান্য পণ্য (ইপিজেডসহ) ৭৮০৮
সর্বমােট (সিআইএফ) ৩৮৭১৫

অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে।

Exit mobile version