BCS-Solution

ন্যায়পাল

টিকা লিখুনঃ ন্যায়পাল (৩২তম বিসিএস লিখিত) (৩৩তম বিসিএস লিখিত)

সংবিধান পঞ্চম ভাগঃ আইনসভা
১ম পরিচ্ছেদঃ সংসদ
অনুচ্ছেদঃ ৭৭। ন্যায়পাল

(১) সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করিতে পারিবেন।

(২) সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করিবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন।

(৩) ন্যায়পাল তাঁহার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করিবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হইবে।

ন্যায়পালের ইংরেজি প্রতিশব্দ Ombudsman যার অর্থ প্রতিনিধি বা মুখপাত্র। তিনি জনগনের প্রতিনিধি হিসাবে কাজ করেন। এপদটি সর্বপ্রথম সৃষ্টি হয় ১৮০৯ সালে, সুইডেনে। তারপর বিশ্বের অন্যান্য দেশ সহ বাংলাদেশ ও ন্যায়পাল পদ সৃষ্টি করে। কিন্তু আমাদের দেশে বিষয়টি ‘কাজীর গরু’ এর মত। কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই। অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির সময়ই সংবিধানে ন্যায়পালের কথা বলা থাকলে ও তা আজ ও বাস্তবের মুখ দেখেনি।


👉 Read More...👇
Exit mobile version