BCS-Solution

জাতীয় সংসদের কার্যাবলি

জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নোক্ত সাত ভাগে ভাগ করা যায়
১। আইন প্রণয়নমূলকঃ
৬৫ নং অনুচ্ছেদ: প্রত্যেক প্রস্তাব বিল আকারে উত্থাপিত হবে
বিল উত্থাপন-> রাষ্ট্রপতি ১৫ দিনের মাঝে সম্মতি দিবেন অথবা বিবেচনার জন্য সংসদে পাঠাবেন। এতে ব্যার্থ হলে বিলটিতে সম্মতি দিয়েছেন বলে বিবেচিত হবে। পুনঃবিবেচনার পর আবার রাষ্ট্রপতির নিকটে পাঠালে তিনি তাতে ৭ দিনের মাঝে সম্মতি দিবেন, এতে ব্যার্থ হলে বিলটিতে সম্মতি দিয়েছেন বলে বিবেচিত হবে।

২। অর্থ বিষয়কঃ
করারোপ
বাজেটে সম্মতি দান
৮৩ ও ৮৫ নং অনুচ্ছেদ

৩। নির্বাহী বিভাগের উপর নিয়ন্ত্রণঃ মন্ত্রীসভা একক ও যৌথভাবে আইন সভার নিকট দায়বদ্ধ
সদস্যগণ প্রশ্ন জিজ্ঞাসা, মূলতবী প্রস্তাব, সিদ্ধান্ত প্রস্তাব, নিন্দা প্রস্তাব উত্থাপনের মাধ্যমে সরকারের সমালচনা করে থাকে।
সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা হারালে মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয়।

৪। নির্বাচন সংক্রান্তঃ
সদস্যগণ স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদের বিভিন্ন কমিটি নির্বাচন করেন
এ ছাড়া ও ৩০০ জন সদস্য সংরক্ষিত ৫০ টি মহিলা আসনের সদস্য ও নির্বাচন করেন
৫। বিচার সংক্রান্তঃ
রাষ্ট্রপতি, ন্যায়পাল কে অভিশংসন করতে পারেন

৬। সংবিধান সংশোধন
২/৩ অংশ ভোট
মোট ১৭ টি সংশোধনী হয়েছে,

৭। বিবিধঃ
সুপ্রিম কোর্ট ব্যাতিত অন্যান্য আদালত প্রতিষ্ঠার জন্য আইন করতে পারেন
প্রশাসনিক ট্রাইবুনাল গঠন করতে পারেন
যুদ্ধ ঘোষণা , জন নিরাপত্তা বিষয়ক আইন প্রণয়ন
আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি জাতীয় সংসদ অনুমোদন করবে।

Exit mobile version