চতুর্থ সংশোধনীর পটভূমি

১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর চতুর্থ সংশোধনী আইন সংসদে উত্থাপন করেন। আইনটি সেদিনই ২৯৪-০ ভোটে পাস হয় এবং সেদিনই রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করে অনুমোদন দেন। প্রথমবারের মত কোন সংশোধনী আইন একদিনে উত্থাপন, পাস ও রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। এ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থাই পরিবর্তিত হয়ে যায়।

চতুর্থ সংশোধনীর পটভূমি

  1. সংসদীয় ঐতিহ্যের অভাব
  2. অর্থনৈতিক সংকট
  3. সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন
  4. স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র
  5. আন্তর্জাতিক চক্রান্ত
  6. সোভিয়েত পন্থীদের প্রভাব
  7. আওয়ামীলীগের মধ্যে মতভেদ ও কোন্দল
  8. শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংকল্প

যদিও এ চতুর্থ সংশোধনী আনীত হয়েছিল এক জাতীয় সংকটময় মুহূর্তে। কিন্তু এর মাধ্যমে সে সংকট সমাধান না হওয়ায় চতুর্থ সংশোধনী ও জনগণের মনে আবেদন সৃষ্টি করতে পারেনি।


👉 Read More...👇