কৃষি

প্রথম আলো, ২৮ মে ২০১৮
আলোচনাঃ ‘কৃষি, কৃষক—আগামীর বাংলাদেশ’


কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। কৃষিকে আরও এগিয়ে নিতে হবে। এ জন্য চ্যালেঞ্জগুলো কী, চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় কী, সে বিষয়ে আজকের আলোচনা। আমাদের ফসলের উৎপাদন ও চাহিদা দুটোই বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে। আবার বিভিন্ন কারণে কৃষিজমিও কমে যাচ্ছে।

আলোচনায় সুপারিশঃ
* যেকোনো মূল্যে দেশীয় বীজের সক্ষমতা ও পর্যাপ্ততা বাড়াতে হবে

* একই তথ্য সবাইকে দিলে হবে না। কৃষককে তাঁর অঞ্চলভিত্তিক তথ্য দেওয়া জরুরি

* মাছ ও প্রাণীর খাবারে ভেজাল রোধ করার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে

* কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন

* কৃষিপণ্যের বহুমুখী ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দেওয়া জরুরি

* কৃষকদের প্রণোদনা ও উৎসাহ দিতে হবে

* মাঠপর্যায়ে আরও অনেক বেশি কৃষি কর্মকর্তা নিয়োগ দেওয়া দরকার

* কৃষির জন্য ব্যাপকভাবে গবেষণা ও পরিকল্পনার উদ্যোগ নিতে হবে

* এমন প্রযুক্তি আবিষ্কার করতে হবে যেন লবণাক্ত জমিতে ফসল উৎপাদন করা যায়

* কৃষিতে গবেষণাসহ বিভিন্ন কাজের জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে

Add a Comment