আমাদের জাতীয় মাছ- ইলিশ

G.I. Geographical Indication যার অর্থাৎ ভৌগোলিক নির্দেশক পণ্য।
*বাংলাদেশের জি আই পণ্য ২ টি। জামদানি( ১৭ নভেম্বর ২০১৬)জামদানির নিবন্ধন পায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। BSCIC. ইলিশ (৬ আগষ্ট ২০১৭)ইলিশ এর নিবন্ধন পায় DOF মৎস অধিদপ্তর।

***ইলিশ ****
*আমাদের জাতীয় মাছ। বিশ্বের ১১ টি দেশে ইলিশ মাছ পাওয়া যায়, যার ১০ টি দেশে উৎপাদন কমেছে, আর বাংলাদেশে প্রতি বছর ৮-১০% হারে উৎপাদন বাড়ছে।
বিশ্বের ৬৫% ইলিশ উৎপাদন হয় আমাদের দেশে।
* মৎস খাতে ইলিশের অবদান ১৫%
* জিডিপি তে -১.১৫%
* বর্তমান ২৫ টি উপজেলার নদনদী তে ইলিশ পাওয়া যায়। আগে ২১ টি উপজেলায় পাওয়া যেত।
* ২০১৫-১৬ অর্থ বছরে উৎপাদন হয়েছে ৪ লাখটন।
* ইলিশ রপ্তানি করে -৪০০ কোটি টাকার অধিক বৈদেশিক মুদ্রা আয় হয়।
* কবি বুদ্ধদেব বসু একে ‘জলের রূপালি পণ্য ‘ হিসাবে আখ্যায়িত করেছেন।

From Zakir’s BCS Special

Add a Comment