অ্যাটর্নি জেনারেল

প্রশ্ন-১ অ্যাটর্নি জেনারেলের কাজ কী কী? সংক্ষেপে আলোচনা করুন। (৩৫তম বিসিএস লিখিত)
সংবিধান চতুর্থ ভাগঃ নির্বাহী বিভাগ
৫ম পরিচ্ছেদঃ অ্যাটর্নি -জেনারেল
অনুচ্ছেদঃ ৬৪। অ্যাটর্নি-জেনারেল

(১) সুপ্রীম কোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল-পদে নিয়োগদান করিবেন।

(২) অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করিবেন।

(৩) অ্যাটর্নি-জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তাঁহার বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে।

(৪) রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি-জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন।

সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। তাঁকে সহায়তা করার জন্য কয়েকজন সহকারি অ্যাটর্নি জেনারেল থাকবেন।
যোগ্যতাঃ সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা।
নিয়োগঃ অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ দেন।
পদত্যাগঃ তিনি রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষর যুক্ত পত্রে পদত্যাগ করতে পারবেন।
পদমর্যাদাঃ সুপ্রিম কোর্টের বিচারকের পদমর্যাদা ভোগ করবেন।

দায়িত্বঃ
– রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করেন।
– বাংলাদেশের যেকোন আদালতে তিনি বক্তব্য পেশ করতে পারেন।
– বিতর্ক সৃষ্টিকারী আইনের ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষে মতামত বা ব্যাখ্যা প্রদান করেন।
– রাষ্ট্রের প্রধান আইন উপদেষ্টা হিসাবে কাজ করেন।


👉 Read More...👇