অর্থনৈতিক সমীক্ষা – ২০১৯

জনসংখ্যা ১৬কোটি ৩৭ লক্ষ বা ১৬৩.৭ মিলিয়ন।

জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%

পুরুষ মহিলা অনুপাত ১০০.২ : ১০০

জনসংখ্যার ঘনত্ব ১১১৬জন প্রতি বর্গ কিলোমিটারে।

সাক্ষরতার হার ৭৩.২%

প্রত্যাশিত গড় আয়ু- ৭২ বছর, পুরুষ ৭০.৬ ও মহিলা ৭৩.৫ বছর।

জিডিপির আকার ২৫,৩৬,১৭৭ কোটি টাকা(চলতি মূল্যে)

এডিপি- ১, ৬৭,০০০ কোটি টাকা।

মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার

রপ্তানি আয় ২৭,১৪৪ মিলিয়ন মার্কিন ডলার

আমদানি ব্যয় ৩৭,৮৩৯ মিলিয়ন মার্কিন ডলার

মোট ব্যাংক ৫৯টি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৫৯টি, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ৩টি, বেসরকারি ব্যাংক ৪১টি, বৈদেশিক ব্যাংক ৯টি, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৪টি।

৯৩% জনগন বিদ্যুৎ সুবিধার আয়তায় এসেছে।

আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র ২৭টি

সর্বাধিক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে

সর্বাধিক আমদানি করা হয় চীন থেকে।

সমুদ্র ১,১৮,৮১৩ বর্গকিমি

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের(BGMC) অধীনে ২৬টি মিল কারখানা আছে।

মোট EPZ ৮টি।

মোট চাহিদার ৯৮% ঔষধ দেশে উৎপাদিত হয়।

বর্তমানে ৫৪টি ঔষদ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিশ্বের ১৪৬টি দেশে ঔষধ রপ্তানি করছে।

মোট সমুদ্র বন্দর তিনটি চট্টগ্রাম, মোংলা ও পায়রা।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ১০টি রোগের টিকা দেওয়া হয়।

দারিদ্যের হার ২১.৮%

দেশে পরিবেশগত সংকটাপন্ন এলাকা আছে ১৩টি।

জিডিপিতে কৃষি খাতের অবদান- ১৩.৬০% (সাময়িক)

জিডিপিতে শিল্প খাতের অবদান- ৩৫.১৪% (সাময়িক)

জিডিপিতে সেবা খাতের অবদান- ৫১.২৬% (সাময়িক)

Add a Comment