হুসেইন মুহাম্মদ এরশাদ

হুসেইন মুহাম্মদ এরশাদ (১৯৩০ – ২০১৯) বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ যিনি ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে তার দেশ পরিচালনাকে অনেকেই সামরিক একনায়তন্ত্রের সাথে তুলনা করেন। তিনি জাতীয় পার্টি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বেশ কিছু উপদলে বিভক্ত হয়।

১৯৮৩ সালে নির্বাচিত সরকারের অধীনে সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এবং সামরিক শাসন জারীর মাধ্যমে দেশ শাসন করেন। দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুন:প্রবর্তনের উদ্দেশ্য ঘোষণা করে তিনি ১৯৮৬ সালে সংসদীয় সাধারণ নির্বাচন দেন। এই নির্বাচনে তিনি স্বপ্রতিষ্ঠিত জাতীয় পার্টির প্রার্থী হিসাবে অংশ গ্রহণ করেন এবং পরে পাঁচ বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯০ সালে গণবিক্ষোভের চাপে এবং সেনাবাহিনীর সমর্থনের অভাবে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

স্বৈরশাসক হিসেবে পরিচিত হলেও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ দেশের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন
১-পড়াশুনার ক্ষতি হবে ভেবে ছাত্ররাজনীতি বন্ধ করতে চেয়েছিলেন। যা বর্তমান প্রেক্ষাপটে যুগান্তরকারী পদক্ষেপ হতো।
২-স্বাধীনতা যুদ্ধের পর সম্পর্ক খারাপ হওয়া মধ্য প্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কে উন্নয়নে সফল কূটনীতি মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি শুরু, সার্কের প্রাতিষ্ঠানিক রুপদান ও সম্মেলন আয়োজন।
৩-ইসলামের উন্নয়নে : ক.ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম খ.শুক্রবারকে ছুটির দিন ঘোষণা। গ.মসজিদ মাদ্রাসার বিল মওকুফ । ঘ. টিভিতে আজান প্রচারের নিয়ম।

৪-দেশের প্রকৃত উন্নয়নে পল্লী জনপদকে গুরুত্বদান
৫-সরকারি চাকুরিজীবিদের বেতন-ভাতা ব্যাপক হারে বাড়িয়ে সরকারি চাকরিকে জনপ্রিয় করা -ঘুষ কিংবা দুর্নীতি ছাড়া চাকরি হত।
৬-উপজেলা পদ্ধতি চালু করে স্থানীয় শাসনে জনঅংশগ্রহণে সুযোগ
৭- ভূমিহীন গৃহহীনদের গুচ্ছগ্রামের প্রবর্তন।
৮ সফল সেনাপ্রধান।কোনো ক্যু হতে দেয়নি |
৯-আধুনিক রেলপথের পরিকল্পনা বাস্তবায়ন- আন্তনগর ট্রেন
১০- ব্যাপক পরিমাণ অবকাঠামোগত উন্নয়ন (স্কুল-কলেজ জাতীয় করণ, ব্রীজ, রাস্তা, ভবন , কালভার্ট)
১১- দারিদ্রদূরীকরণে বহুমাত্রিক প্রকল্প ১২- মূদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
১৩- পার্লামেন্টে সংরক্ষিত আসন বাড়িয়ে নারীর ক্ষমতায়নে ভূমিকা
১৪- ঢাকার বাইরে হাইকোর্টের বেঞ্চ গঠন
১৫- যাতায়াতে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু

Add a Comment