সিভিল সরকার
|সিভিল সরকার বলতে জনগণের সরকারকে বোঝায়। সরকারের ধরন যাই হোক না কেন, জনগণের মধ্যে থেকে জনগণের সমর্থনপুষ্ট এবং জনগণ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত সরকারকে সিভিল বা বেসামরিক সরকার বলে। সিভিল সরকারের সঙ্গে দেশের মাটি ও মানুষের নিবিড় সম্পর্ক বিদ্যমান। জনসাধারণের সামাজিক ও রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা সংরক্ষণ, রাষ্ট্রীয় কাজে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বাধীনভাবে মতামত প্রকাশ, গণসংযোগ মাধ্যমগুলো সকলের জন্য উন্মুক্তকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা সিভিল সরকারের লক্ষ্য। সিভিল ও বেসামরিক সরকার স্বাধীন বিচার বিভাগ এবং শাসন ও আইন বিভাগের ক্ষমতা পৃথকীকরণসহ ক্ষমতার বিকেন্দ্রীকরণে বিশ্বাসী। আইনের শাসন প্রতিষ্ঠা, সংবিধানের প্রাধান্য দান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সিভিল সরকারের অন্যতম আদর্শ। সিভিল সরকার গণমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করে। রাষ্ট্রের সকল স্তরে স্থানীয় হতে জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণকে সুনিশ্চিত করে। সিভিল সরকার বস্তুত গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা।
👉 Read More...👇