সংবিধানের নবম সংশোধনী
|নবম সংশোধনী আনা হয় ১৯৮৯ সালের ১১ জুলাই। এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতিকে নিয়ে কিছু বিধান সংযোজন করা হয়। এ সংশোধনীর আগে রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি যতবার ইচ্ছা রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন করতে পারতেন। এ সংশোধনীর দ্বারা এক ব্যক্তি দুইবারের অধিক একেবারে বা একাধিক বারে রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না। রাষ্ট্রপতি জনগণের প্রতক্ষ্য ভোটে নির্বাচিত হবেন। এছাড়া ও কিছু প্রেসিডেনসিয়াল নিয়ম কানুন করা হয়। উল্লেখ যে সংবিধানের দ্বাদশ সংশোধনীতে এ সংশোধনী বাতিল হয়ে যায়। এটি ছিল একটি পদ্ধতিগত সংশোধন।