সংবিধানের চতুর্থ সংশোধনী
|বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে ১
টি।
চতুর্থ সংশোধনীর পটভূমিঃ ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো হয়। এটি ছিল এদেশের ইতিহাসে একদিনে একটি বিল পাশ হওয়ার ঘটনা। এ সংশোধনের মাধ্যমে সংবিধানের গণতান্ত্রিক চরিত্র ভূলুণ্ঠিত করে স্বৈরচারী ব্যবস্থার গোড়াপত্তন করা হয়। তাই এই সংশোধনীকে First Distortion of Constitution বলা হয়। (৪০তম বিসিএস প্রিলিমিনারি) বিস্তারিত–
এ সংশোধনীর অন্যান্য দিক হল-
- সংসদীয় পদ্ধতি পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা;
- এক দলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করে অন্য সকল রাজনৈতিক দলকে বেআইনি ঘোষণা করা।
- রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ বৃদ্ধি এবং রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি জটিল করা; রাষ্ট্রপতিকে আইনের ঊর্ধ্বে রাখা। রাষ্ট্রপতি প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক নিযুক্ত হন। তিনি যেকোন আদেশ দান ও চুক্তি সম্পাদন করতে পারবেন।
- সংসদকে একটি ক্ষমতাহীন বিভাগে পরিণত করা; রাষ্ট্রপতিকে যেকোন সময় সংসদ ভেঙ্গে দেয়ার ক্ষমতা প্রদান।
- বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব, মৌলিক অধিকার বলবৎ করার অধিকার বাতিল করা; সকল বিচারপতির নিয়োগ ও অপসারণ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়।
- উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি করা। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিকে নিযুক্ত করবেন ও অপসারণ করতে পারবেন।
- মন্ত্রিপরিষদের ক্ষমতা হ্রাস করে মন্ত্রিপরিষদকে রাষ্ট্রপতির আজ্ঞাবহ করা। রাষ্ট্রপতি, মন্ত্রী বা প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণে বাধ্য নন।
- এ সংশোধনীর মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী আজীবন প্রেসিডেন্ট হয়ে থাকা ও একমাত্র ক্ষমতাসীন দলের বিপরীতে সকল রাজনৈতিক দলকে বেআইনী ঘোষণা করা হয়।
- সরকারি চাকুরিজীবীরা রাজনীতি করার সুযোগ পায়। রাষ্ট্রপতি কর্তৃক সৃষ্ট ‘জাতীয় দল’-এ তারা যোগ দিতে পারবেন।
- ২৫ জানুয়ারি, ১৯৭৫ হতে সংসদের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়।
- রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত সময়ে সকল সাংসদকে তাঁর দলে যোগ দান বাধ্যতামূলক করা হয়। অন্যথায় সদস্যপদ বাতিলের বিধান করা হয়।
- রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি আরও জটিল করা হয়। আগে যেখানে রাষ্ট্রপতিকে অপসারণ করতে ২/৩অংশ ভোটের প্রয়োজন হতে, চতুর্থ সংশোধনীতে তা ৩/৪ অংশ করা হয়।
এ সংশোধনীতে ৭২ এর সংবিধানের অন্যতম মূলনীতি ‘গণতন্ত্র’ সংবিধান থেকে তিরোহিত হয় এবং সংবিধানের যথেচ্ছা ব্যবহার শুরু হয়।
উল্লেখযে এ সংশোধনীটি বাতিল হয়েছে। এটি সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তন ছিল।
বিগত সালের প্রশ্নঃ ২৭তম বিসিএস লিখিত।
👉 Read More...👇