লর্ড হ্যারি ভেরেলস্ট
|রবার্ট ক্লাইভ ১৭৬৫ থেকে ১৭৬৭ পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করে বীর বেশে ইংল্যান্ডে ফিরে যান। তার স্থলাভিষিক্ত হন হ্যারি ভেরেলস্ট যিনি ১৭৬৭ সাল থেকে ১৭৬৯ সাল পর্যন্ত বাংলার গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন।
প্রথম অবস্থায় তিনি ছিলেন নবাব সিরাজ উদ্দৌলার একজন বন্দী। পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়ের পর তিনি মুক্তি পান। ১৭৫৮ সালে তিনি ফোর্ট উইলিয়াম কাউন্সিলের সদস্য হন। এর দুবছর পর চট্টগ্রাম সমুদ্র বন্দর দখলের জন্য তাকে প্রেরণ করা হয়। উল্লেখ যে তখন চট্টগ্রাম সমুদ্র বন্দর ছিল মীর কাসিমের নিয়ন্ত্রণে। তিনি চট্টগ্রাম দখল করে সেখানেই শাসনকার্য পরিচালনা করেন। ১৭৬৭ সালে রবার্টক্লাইভ গভর্নরের দায়িত্ব ছেড়ে দিলে হ্যারি ভেরেলস্ট তার স্থলাভিষিক্ত হন। ১৭৬৯ এর ডিসেম্বরে তিনিও গভর্নরের দায়িত্বে ইস্তফা দেন।