মুজিব নগরের অস্থায়ী সরকারের মন্ত্রণালয়

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে 1 টি।

১৭ এপ্রিলে প্রবাসী সরকার গঠিত হলেও দপ্তর বণ্টন হয় ১৮ এপ্রিলে। প্রবাসী সকারের সর্বমোট মন্ত্রণালয় ছিল ১২ টি। এগুলো হল- প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন বিভাগ, স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়, তথ্য ও বেতার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, সংসদ বিষয়ক বিভাগ, কৃষি বিভাগ, প্রকৌশল বিভাগ।

যাঁদেরকে নিয়ে সরকার গঠিত হয়েছিল
শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, পদাধিকার বলে সশস্ত্র বাহিনী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক।
উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম
১ তাজউদ্দীন আহমদ ক- প্রধানমন্ত্রী খ- প্রতিরক্ষা
২ খন্দকার মোশতাক আহমেদ ক- পররাষ্ট্র বিষয় খ- আইন ও সংসদ বিষয়
৩ এম মনসুর আলী ক- অর্থ ও জাতীয় রাজস্ব খ- বাণিজ্য ও শিল্প
৪ এ এইচ এম কামারুজ্জামান ক- স্বরাষ্ট্র বিষয়ক খ- সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যাঁরা ছিলেন

  • সুপ্রিম কমান্ডার ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানী (৩৩তম বিসিএস প্রিলিমিনারি)
  • চিফ অব স্টাফ কর্নেল এম এ রব
  • বিমান বাহিনী প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খোন্দকার
  • প্রতিরক্ষা সচিব আবদুস সামাদ
  • মুখ্য সচিব রুহুল কুদ্দুস
  • ক্যাবিনেট সচিব হাসান তৌফিক ইমাম ( বর্তমানে প্রধান মন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা)
  • বহির্বিশ্বে বিশেষ দূত বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  • পুলিশ প্রধান আব্দুল খালেক

শপথ গ্রহণের পর সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ছোট-বড় কুড়িটি কক্ষের কলকাতার ৮নং থিয়েটার রোডের একটি দোতলা বাড়িতে সরকারের কাজকর্ম শুরু হয়।

Add a Comment