মুক্তিযোদ্ধাদের খেতাব

মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি: মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সঙ্গে যারা যুদ্ধ করেছেন, তাঁদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে। উপাধিগুলাে হলাে—

১। বীরশ্রেষ্ঠ
২। বীর উত্তম।
৩। বীর বিক্রম
৪। বীর প্রতীক

আমাদের সাতজন বীরশ্রেষ্ঠ হলেন :

১। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
২। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
৩। সিপাহি হামিদুর রহমান।
৪। ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ
৫। সিপাহি মােস্তফা কামাল।
৬। ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন
৭। ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ।

দ্ব্যর্থকতা নিরসন
১ম শহীদ হন কে- আব্দুর রউফ/ মোস্তফা কামাল? আব্দুর রউফ( মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয় ক্রোড়পত্র )

Add a Comment