বাংলাদেশ সিভিস সার্ভিসের ক্যাডার সমূহ

১৯৮০ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সরকার সিভিল সার্ভিস পুনরগঠন আদেশে ১৪টি কার্যকরী ক্ষেত্রে(যেমন- কৃষিতে কৃষি সহ বন, মৎস ও গবাদিপশু) মোট ২৮ টি ক্যাডার নির্ধারণ করে। এরপর ১৯৮৫-৮৬ সালে প্রশাসন ক্যাডার থেকে সমবায়(Cooperative), স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা থেকে পরিবার পরিকল্পনা, এ দুটিকে আলাদা করে মোট ৩০টি ক্যাডার চয়ন করা হয়। এর পর সচিবালয় ও প্রশাসন এ ক্যাডার দুটিকে একীভূত করা হয়। ২০০৭ সালে বিচারবিভাগ আলাদা হলে আরও একটি কমে গিয়ে সর্বশেষ নিম্নের অবস্থায় আছে-

বর্তমানে ক্যাডার সংখ্যা
১৪টি সাধারণ ও ১৩টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৭টি ক্যাডার রয়েছে।


সাধারণ ক্যাডার

বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক)

প্রফেশনাল ক্যাডার
বিসিএস (বন)
বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
বিসিএস (সড়ক ও জনপথ)
বিসিএস (গণপূর্ত)
বিসিএস (কৃষি)
বিসিএস (সমবায়)
বিসিএস (খাদ্য)
বিসিএস (মৎস)
বিসিএস (তথ্য)
বিসিএস (স্বাস্থ্য)
বিসিএস (পশু সম্পদ)
বিসিএস (পরিসংখ্যান )
বিসিএস (সাধারণ শিক্ষা)

Add a Comment