বাংলাদেশের আমদানি
|২০১৭-১৮ অর্থবছরে আমদানি ব্যয় হয়েছে ৩৮,৭১৫ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় অনেক বেশি। কেননা গত বছর আগাম বর্ষা ও বন্যায় বোরো ধানের মারাত্মক ক্ষতি হওয়ায় উৎপাদন ঘাটতি পূরণে এক বছরে খাদ্যশস্য আমদানি প্রায় এক কোটি টনে পৌঁছে যাওয়ায় ওই খাতে আমদানি ব্যয় প্রায় ২০০ কোটি ডলার বেড়েছে। একই সঙ্গে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প ও এলএনজি টার্মিনাল এবং পায়রা বিদ্যুৎ প্রকল্পের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্পের প্ল্যান্ট ও যন্ত্রপাতি আমদানির প্রবাহ যুক্ত হওয়ায় এ বছরের আমদানি বিল অনেক দ্রুত বেড়েছে বলে ধারণা দেওয়া হচ্ছে।
যে সব দেশ থেকে আমদানি করা হয়
- চীন
- ভারত
- সিঙ্গাপুর
- দক্ষিন কোরিয়া
বাংলাদেশে আমদানি নিষিদ্ধ কিছু পণ্য
আফিম, হেরোইন, জীবিত শূকর, শূকরের পশম টেন্ডো পাতা ইত্যাদি।
করমুক্ত আমদানি দ্রব্য
ইনসুলিন, অগ্নি নির্বাপক যন্ত্র, প্রাথমিক চিকিৎসা বক্স, হিয়ারিং এইডস, অপারেশন ল্যাম্প ইত্যাদি।