পদ্মা সেতু
|পদ্মা সেতুর দৈর্ঘ ৬.১৫ কিমি। (২৭তম বিসিএস প্রিলিমিনারি)
মোট স্প্যান – ৪১ টি
প্রতিটি স্প্যান – ১৫০মিটার
চীনে তৈরী স্প্যানগুলো সমুদ্রপথে বাংলাদেশে আসে। প্রতিটি স্প্যানের ওজন ৩ হাজার টন
শরিয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা পয়েন্টে স্প্যান বসানোর কাজ চলছে।
ব্যয়ঃ পদ্মা সেতুর সংশোধিত ব্যয় ৩৯,২৪৫ কোটি ৮০ লাখ। যার সরকার দিচ্ছে ১৮,২১০ কোটি ১১ লাখ, আর ২% সুদে চীনের রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংক দিচ্ছে ২১,০৩৬কোটি ৬৯লাখ টাকা।