আইন ও অধ্যাদেশের মধ্যে পার্থক্য

১। জাতীয় সংসদে বিল আকারে যে প্রস্তাব উত্থাপন করা হয় ও পাশ করা হয় তাকে আইন বলে।
সাধারণত যখন সংসদ অকার্যকর থাকে অথবা যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রের জরুরী প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতাবলে যে আইন জারী করে তাকে অধ্যাদেশ বলে । কিন্তু পরবর্তী সংসদ অধিবেশন শুরু হবার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে হয় নতুবা তা বাতিল হয়ে যায়।

২। আইন সম্পর্কে সংবিধানের ৮০ অনুচ্ছেদে বলা আছে।
অধ্যাদেশ সম্পর্কে সংবিধানের ৯৩ অনুচ্ছেদে বলা আছে।

৩। আইন প্রণয়ন শর্তহীন।
অধ্যাদেশ প্রণয়ন শর্তসাপেক্ষ।

৪। আইন প্রণয়নের ক্ষমতা আইন বিভাগের হাতে ন্যাস্ত।
অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা নির্বাহী/শাসন বিভাগের হাতে ন্যাস্ত।

মোঃ আবু বকর ছিদ্দিক
৩৭ তম বিসিএস (অডিট এন্ড একাউন্টস)

Add a Comment