এস ওয়াজেদ আলি
|শেখ ওয়াজেদ আলি (৪ সেপ্টেম্বর ১৮৯০ – ১৯৫১) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক। তিনি মূলত: ‘এস ওয়াজেদ আলি’ নামেই পরিচিত।
বাংলাদেশ জন্মের বহু আগেই বৃটিশ আমলে, বাংলাভাষী মানুষকে নিয়ে জাতি গঠন করার স্বপ্ন দেখেন। তার বই ‘ভবিষ্যতের বাঙালি’তে এমন স্বপ্নের প্রতিফলন দেখা যায়।
সত্য ও সুন্দরের সাধনায় নীতিজ্ঞান ও প্রেমের শাশ্বত মহিমায় তার সাহিত্যকর্ম সমৃদ্ধ। তার লেখায় মার্জিত রুচি ও পরিচ্ছন্ন রসবোধের পরিচয় পাওয়া যায়।
এস ওয়াজেদ আলির বেশকিছু গল্প ও প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী বিখ্যাত।
তার কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালি, আকবরের রাষ্ট্র সাধনা, মুসলিম সংস্কৃতির আদর্শ, ইকবালের পয়গাম ইত্যাদি।
গল্পের মধ্যে রয়েছে গুলদাস্তা, মাশুকের দরবার, দরবেশের দোয়া, বাদশাহী গল্প, গল্পের মজলিসও ভাঙ্গাবাশী।
ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে মোটরযোগে রাচির সফর, পশ্চিম ভারত।
ঐতিহাসিক উপন্যাসের মধ্যে রয়েছে গ্রানাডার শেষ বীর।
১৯৫১ সালের ১০ জুন তিনি কলকাতায় মারা যান।
বিঃদ্রঃ মোহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে জানতে…