BCS-Solution

কায়কোবাদ

Mohakobi kaykobad

Mohakobi kaykobad

কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (২১ জুলাই, ১৯৫১) বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। তিনি ১৮৫৭ ঢাকার জেলাতে নবাবগঞ্জ থানার অধীনে আগলা গ্রামে জন্ম গ্রহণ করেন।

কাব্যগ্রন্থঃ
বিরহ বিলাপ (এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ)
মহাশ্মশান (মহাকাব্য যা পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত);
মহররম শরীফ (মহাকাব্যোচিত বিপুল আয়তনের একটি কাহিনী কাব্য);
শ্মশান ভসন; প্রেমের রাণী; প্রেম পারিজাত; কুসুম কানন; অশ্রুমালা; শিব মন্দির; অমিয় ধারা; শ্মশানভষ্ম;

১৯৩২ সালে ‘বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের’ মূল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন কবি কায়কোবাদ। তিনি আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি। বাংলা কাব্য সাহিত্যে অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ’ ও ‘সাহিত্যরত্ন’ উপাধিতে ভূষিত করেন। ২১ জুলাই, ১৯৫১ মৃত্যু বরণ করেন।

Exit mobile version