BCS-Solution

হুমায়ুন আজাদ

বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজদ ১৯৪৭ খ্রিষ্টাব্দের ২৮ শে এপ্রিল মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের অন্তর্গত রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী হুমায়ুন আজাদ দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো :
কাব্যঃ ‘অলৌকিক ইস্টিমার’, ‘জ্বলো চিতাবাঘ’, ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’, যতোই গভীরে যাই ততই মধু, যতোই ওপরে যাই নীল, আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে, কাফনে মোড়া অশ্রুবিন্দু; পেরোনোর কিছু নেই ।

উপন্যাসঃ ‘ছাপান্ন হাজার বর্গমাইল’, ‘সব কিছু ভেঙে পড়ে’, একটি খুনের স্বপ্ন , পাক সার জমিন সাদ বাদ।

গল্পঃ ‘যাদুকরের মৃত্যু’।

প্রবন্ধঃ ‘নিবিড় নীলিমা’, ‘বাঙলা ভাষার শত্রুমিত্র’, ‘বাক্যতত্ত্ব’, ‘লাল নীল দীপাবলি’, ‘কতো নদী সরোবর’।

তিনি বাংলা একডেমী পুরস্কারসহ অন্যান্য অনেক পুরস্কার লাভ করেছেন। হুমায়ুন আজাদ ২০০৪ খ্রিষ্টাব্দের ১২ই আগস্ট মৃত্যুবরণ করেন।

Exit mobile version