হুমায়ুন কবির

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

হুমায়ুন কবির ( ১৯০৬- ১৯৬৯) একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক । তার জন্ম অবিভক্ত বাংলার ফরিদপুরের, বর্তমান বাংলাদেশের, কোমরপুর গ্রামে। তিনি দুই দফায় ভারতের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথম দফায় জওহরলাল নেহেরুর মন্ত্রীসভায় এবং এর পরবর্তীকালে আরেকবার। এছাড়া তিনি বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

হুমায়ুন কবির চতুরঙ্গ সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। মার্কসবাদ ও শরৎচন্দ্র সম্পর্কেও তার মূল্যবান রচনা আছে। দর্শন ও সমাজতত্ত্ব সম্পর্কে বাংলা ও ইংরেজি ভাষায় তিনি বহু গ্রন্থ ও গবেষণামূলক প্রবন্ধ রচনা করেছেন। তাঁর রচিত কয়েকটি গ্রন্থ হলো-

  • স্বপ্নসাধ (কবিতা)
  • নদী ও নারী (উপন্যাস) (৩৮, ২০তম বিসিএস প্রিলিমিনারি)
  • ইমানুয়েল কান্ট (১৯৩৬)
  • শরৎ সাহিত্যের মূলতত্ত্ব (১৯৪২)
  • বাংলার কাব্য (১৯৪৫) (সমালোচনা গ্রন্থ)
  • Muslim Politics in Bengal (1943)

Add a Comment