BCS-Solution

সুভাষ মুখোপাধ্যায়

সুভাষ মুখোপাধ্যায় ১৯১৯ সালের ১২ই ফেব্রুয়ারি ভারতের নদীয়ায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং মায়ের নাম যামিনী দেবী। তিনি ১৯৫১ সালে ‘পরিচয়’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘পদাতিক’ প্রকাশিত হয় ১৯৪০ সালে। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো : ‘অগ্নিকোণ’ (১৯৪৮), ‘চিরকুট’ (১৯৫০)। তাঁর অনূদিত কাব্যগ্রন্থগুলো হলো ‘নাজিম হিকমতের কবিতা’, ‘পাবলো নেরুদার কবিতাগুচ্ছ’,। ‘হাংরাস’ ও ‘কে কোথায় যায়’ এ দুটি তাঁর লেখা উপন্যাস। চিন্তা-চেতনায় ও লেখনিতে তিনি মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম করে গেছেন।

কবি সুভাষ মুখোপাধ্যায় একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। প্রাপ্ত উলে-খযোগ্য পুরস্কারগুলো হলো : একাডেমী পুরস্কার, আনন্দ পুরস্কার, সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার। কবি সুভাষ মুখোপাধ্যায় ২০০৩ সালের ৮ই জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন।

Exit mobile version