রােকনুজ্জামান খান

রােকনুজ্জামান খান ১৯২৫ সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি দাদা ভাই নামে সমধিক পরিচিত । পেশায় তিনি একজন সাংবাদিক। ১৯৪৯ সালে কিছুদিন মােহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত ‘শিশু সওগাত’-এর সঙ্গে তিনি জড়িত ছিলেন। এরপর ঢাকায় দৈনিক মিল্লাত, সাপ্তাহিক পূর্বদেশ’, ‘পাকিস্তান ফিচার সিন্ডিকেট’ প্রভৃতি পত্রিকা এবং ফিচার প্রতিষ্ঠানে তিনি সাংবাদিকতা করেন। তিনি দৈনিক ইত্তেফাক-এর মফস্বল সম্পাদক ও শিশু বিভাগ ‘কচিকাঁচার আসর‘-এর সম্পাদক হিসেবে যােগদান করেন। পরে তিনি এই পত্রিকার সাহিত্য সম্পাদক এবং ফিচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘকাল ‘মাসিক কচিকাঁচা’ নামে একটি শিশুপত্রিকা সম্পাদনা করেন।

১৯৫৬ সালে তিনি জাতীয় শিশু-কিশাের সংগঠন ‘কচিকাঁচার মেলা’ গঠন করেন। তাঁর প্রকাশিত উল্লেখযােগ্য বই : ছড়া-‘হাট্টিমা টিম’, ‘খােকন খােকন ডাক পাড়ি’; অনুবাদ—‘আজব হলেও গুজব নয়’; সম্পাদনা ‘আমার প্রথম লেখা’, ‘ঝিকিমিকি’ (গল্প সংকলন), বার্ষিক কচি ও কাঁচা’, ‘ছােটদের আবৃত্তি’ ইত্যাদি।

দাদাভাই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ ‘বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদক’ ‘জসীমউদ্দীন স্বর্ণপদক’ ও ‘স্বাধীনতা পুরস্কার (মরণােত্তর) ইত্যাদি পুরস্কারে ভূষিত হন। ১৯৯৯ সালে দেশের এই প্রথিতযশা শিশু সংগঠক পরলােক গমন করেন।

Add a Comment