BCS-Solution

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ও কবিতা

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে 3টি।

রবীন্দ্রনাথ ঠাকুরেরকবিতাঃ
মানসী, গিতাঞ্জলী, কড়ি ও কোমল, বলাকা, শ্যামলী, চিত্রা, সোনার তরী, খেয়া, সন্ধ্যাসংগীত, কল্পনা, জন্মদিনে, ভানু সিংহ ঠাকুরের পদাবলী, (২৬তম বিসিএস প্রিলিমিনারি) নৈবেদ্য, সানাই, মহুয়া, বনফুল, নবজাতক, আকাশ প্রদীপ, শেষ লেখা, পুনশ্চ, ক্ষণিকা, পত্রপুট, ছড়ার ছবি।

মানসী গীতা, কড়ি ও কোমলকে নিয়ে বলাকায় চড়ে শ্যামলী হয়ে চিত্রানদীতে সোনার তরীর খেয়া পেরিয়ে সন্ধ্যাসঙ্গীত অনুষ্ঠানে যোগ দিতে গেল। সেখানে কল্পনার জন্ম দিনে ভানুসিংহ ঠাকুরের নৈবেদ্য ও সানাই বাজিয়ে ভাবগম্ভির পরিবেশে মহুয়া বনফুলের মালা উপহার দেয় যেন নবজাতক আকাশ প্রদীপ জ্বালিয়ে শেষলেখা লিখছে। পুনশ্চ পত্রপুটে ছড়ার ছবি আঁকে।

তথ্য কণিকা

Exit mobile version