BCS-Solution

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সংখ্যা তেরটি। এগুলো মনে রাখার জন্য-
ঘরের বাইরে দুইবন ছারাও গোড়া, রাজর্ষি চতুরঙ্গ ও করুণা মালঞ্চ বন পেরিয়ে নদী যোগাযোগ পথে বউঠাকুরানীর হাটে চার অধ্যায় শেষের কবিতা শুনতে যাবার পথে চোখে বালিপরে নৌকাডুবিতে মারা গেল।

ঘরে বাইরে, দুইবন, গোড়া, রাজর্ষি, চতুরঙ্গ, করুণা, মালঞ্চ, যোগাযোগ, বউঠাকুরানীর হাট, চার অধ্যায়, শেষের কবিতা (10তম বিসিএস প্রিলিমিনারি) , চোখের বালি, নৌকাডুবি।

‘করুণা’ যদিও তাঁর প্রথম লিখিত উপন্যাস। কিন্তু গ্রন্থাকারে প্রথম প্রকাশিত উপন্যাস ‘বউঠাকুরানীর হাট’। ‘করুণা’ তাঁর জীবদ্দশায় গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। ১৯৬১ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত রবীন্দ্র রচনাবলিতে ‘করুণা’ প্রথম প্রকাশিত হয়।

বৌঠাকুরানীর হাট ও রাজর্ষি উপন্যাসে বঙ্কিমচন্দ্রের প্রভাব স্পষ্ট। ‘যোগাযোগ’ উপন্যাসটির প্রথম নাম ছিল ‘তিনপুরুষ’। ‘তিনপুরুষ’ নামেই এটি বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

উপন্যাস গুলোর চরিত্রঃ
চোখের বালি- মহেন্দ্র, বিনোদিনী, আশা, বিহারী
গোরা- গোরা, বিনয়, পরেশ বাবু, সুচরিতা, ললিতা, আনন্দময়ী।
নৌকাডুবি- রমেশ, হেমনলিনী, কমলা, নলিনাক্ষ।
ঘরে বাইরে- নিখিলেশ, বিমলা, সন্দীপ।
চতুরঙ্গ- শচীন, দামিনী, শ্রীবিলাস।
শেষের কবিতা- অমিত, লাবণ্য

উপন্যাস শ্রেণি বিভাগ
বিশ্লেষণধর্মীঃ শেষের কবিতা, চার অধ্যায়
সামাজিকঃ চোখের বালি, নৌকাডুবি, দুই বোন, যোগাযোগ
ঐতিহাসিকঃ রাজর্ষি, বৌ ঠাকুরানীর হাট
রাজনৈতিকঃ ঘরে বাইরে, চার অধ্যায়
পরকীয়া বিষয়কঃ দুই বোন, মালঞ্চ
গীতিধর্মীঃ শেষের কবিতা, মালঞ্চ, দুইবোন

Exit mobile version