BCS-Solution

মহাদেব সাহা

বাংলাদেশের একজন খ্যাতিমান কবি মহাদেব সাহা। তিনি ১৯৪৪ খ্রিস্টাব্দের ৫ই আগস্ট সিরাজগঞ্জ জেলার ধানঘড়ায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন। মহাদেব সাহার উলে-খযোগ্য গ্রন্থ হলো: ‘এই গৃহ এই সন্ন্যাস’, ‘মানব এসেছি কাছে’, কী সুন্দর অন্ধ’, ‘লাজুক লিরিক’, ‘আমি ছিন্ন ভিন্ন’, ‘অস্তমিত কালের গৌরব’, ‘টাপুর টুপুর মেঘের দুপুর’, ‘ছবি আঁকা পাখির পাখা’, ‘সরষে ফুলের নদী’ ইত্যাদি।

মহাদেব সাহা একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছেন।

Exit mobile version