BCS-Solution

মদনমোহন তর্কালঙ্কার

এখান থেকে বিসিএস প্রিলিমিনারিতে তিনবার প্রশ্ন এসেছিল-

মদনমোহন তর্কালঙ্কার ১৮১৭ খ্রিষ্টাব্দে নদীয়া জেলায় নাকাশীপাড়ার বিল্বগ্রামে এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রামধন চট্টোপাধ্যায়৷ তিনি সংস্কৃত কলেজের শিক্ষাগ্রহণ করেছিলেন, সেখানে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ছিলেন। তিনি পরবর্তীতে কলকাতা প্রেসিডেন্সি কলেজের শিক্ষা গ্রহণ করেন।

প্রণীত গ্রন্থাবলী
মদনমোহন তর্কালঙ্কার বাংলা ভাষায় শিক্ষা বিস্তারের জন্য যথেষ্ট শ্রম ব্যয় করেন। তাঁর রচিত শিশুশিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত “বর্ণপরিচয়” গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত। তিনি ‘শিশুশিক্ষা’ পুস্তকটির ‘প্রথম ভাগ’ ১৮৪৯ সালে এবং ‘দ্বিতীয় ভাগে’ ১৮৫০ সালে প্রকাশ করেন। পরবর্তীতে পুস্তকটির ‘তৃতীয় ভাগ’ এবং ‘বোধোদয়‘ শিরোনামে ‘চতুর্থ ভাগ’ প্রকাশিত হয়। ‘বাসব দত্তা’ ও ‘রসতরঙ্গিনী’ নামে তাঁর দুটি গ্রন্থ ছাত্রাবস্থায় রচিত হয়।

তাঁর রচিত ‘আমার পণ’ কবিতাটি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি পদ্য এবং শিশু মানস গঠনের জন্য চমৎকার দিক-নির্দেশনা হিসেবে বিবেচিত।

মদনমোহন তর্কালঙ্কার এর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে:

১৮৫৮ খ্রিষ্টাব্দে ৯ মার্চ কান্দিতে কলেরা রোগে ভুগে তিনি মৃত্যু বরণ করেন।

Exit mobile version