BCS-Solution

বিহারীলাল চক্রবর্তী

বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতিকবিতা। (১২তম বিসিএস প্রিলিমিনারি) বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে তিনি সুপরিচিত। সেই সাথে তিনি বাংলা সাহিত্যের প্রথম প্রথম রোমান্টিক কবি। তাঁর সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। রবীন্দ্রনাথ তাঁকে বাঙলা গীতি কাব্য-ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন। (১৪, ১১তম বিসিএস প্রিলিমিনারি) বিহারীলাল চক্রবর্তী ‘অবোধ বন্ধু’ নামে একটি পত্রিকার সম্পাদনা করেন।

বিহারীলাল চক্রবর্তীর কাব্য

স্বপ্নদর্শন
সঙ্গীতশতক
বঙ্গসুন্দরী
নিসর্গ সন্দর্শন
বন্ধুবিয়োগ
প্রেমপ্রবাহিনী
সারদামঙ্গল
সাধের আসন

তার প্রথম স্বার্থক গীতিকাব্য বঙ্গসুন্দরী (১৮৭০)। সারদামঙ্গল (১৮৭৯) কবি বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য। আখ্যানকাব্য হলেও এর আখ্যানবস্তু সামান্যই। যেখানে কবি দেবী সারদা বা সরস্বতীকে পৌরাণিক আদর্শ হতে আলাদা করে অনাবিল সৌন্দর্যের এক মানসীমূর্তী হিসাবে অঙ্কন করেছে। মূলত গীতিকবিতাধর্মী কাব্য এটি।

Exit mobile version