BCS-Solution

বিপ্রদাশ বড়ুয়া

বিপ্রদাশ বড়ুয়ার জন্ম ১৯৪০ সালের ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের ইছামতী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি শিশু একাডেমীতে কর্মরত ছিলেন। সহকারী পরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন, লিখেছেন শিশুতোষ গল্প উপন্যাস। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে
ছোটগল্প : ‘যুদ্ধজয়ের গল্প’, ‘গাঙচিল’,
উপন্যাস : ‘মুক্তিযোদ্ধারা’,
প্রবন্ধ : ‘কবিতায় বাকপ্রতিমা’;
নাটকঃ ‘কুমড়োলতা ও পাখি’;
জীবনী : ‘বিদ্যাসাগর’ (১৯৮৮), ‘পল্লীকবি জসীমউদ্দীন’,
শিশুতোষ গল্প : ‘সূর্য লুঠের গান’,
শিশুতোষ উপন্যাস : ‘রোবট ও ফুল ফোটানোর রহস্য’।

তিনি দুবার অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।

Exit mobile version