BCS-Solution

দিবারাত্রির কাব্য

গ্রন্থের নামঃ দিবারাত্রির কাব্য
রচয়ীতাঃ মানিক বন্দ্যোপাধ্যায়
গ্রন্থের ধরনঃ নামে কাব্য থাকলেও এটি একটি উপন্যাস।
চরিত্রঃ শশী, কুসুম, হারু ঘোষ, গোপাল , সেনদিদি

দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেক আলোচিত একটি উপন্যাস।আলোচিত বলছি কারন উপন্যাসটি সম্পর্কে মানিক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন “এটি গল্পও নয় উপন্যাসও নয়,এটি রুপকের আরেক রুপ ।” উপন্যাসটি পড়ে আমার মনে হয়েছে বইটি একটি কাব্যধর্মী প্রেমের উপন্যাস। যার মূল বিষয় প্রেম। এ জীবনে প্রেমের উপন্যাস অনেক পড়েছি। কিন্তু দিবারাত্রির কাব্য এই বইটির মত প্রেমের উপন্যাস আর পড়িনি। মানে এটি কোন সাধারণ প্রেমের কাহিনী নয়। উপন্যাসের প্রধান চরিত্র হেরম্ভ। হেরম্ভকে আমার স্বাভাবিক মানুষ বলে মনে হয়নি। সবার সাথে থেকেও সে বাস করে সম্পূর্ন আলাদ জগতে। হেরম্ভের জীবনের আসে তিনটি প্রেম উমা,সুপ্রিয়া এবং আনন্দ। সে ভালবাসে কিন্তু প্রমিকাকে চায় না। নিজের প্রেমিকা সুপ্রিয়াকে সে নিজে বিয়ে দেয় অন্য জনের সাথে। হেরম্ভের আত্ন বিশ্লেষন গুলো কেমন যেন মনকে দ্বিধায় ফেলে দেয়। হেরম্ভ আসলে কি চায় প্রশ্ন জাগে। মানুষের সম্পর্ককে সে কেবল বিশ্লেষন করে। তার জীবনের সবকিছু ভেঙ্গে-চুড়ে দেয় আনন্দ নামের একটি মেয়ে। সত্যিকারের প্রেম আসে হেরম্ভের জীবনে। অন্য ভুবনের মানুষ হেরম্ভ আনন্দের প্রেমে ভেসে যায়। যে জীবনে প্রতিটি মুহর্তকে বিশ্লেষন করে চলতো,তার সব আত্মবিশ্লেষন সে ভুলে যেতে বাধ্য হয়। হেরম্ভ নেমে আসে বাস্তব দুনিয়ায়।

From BD Reviews 24- Monirul

Exit mobile version