কালিদাস রায়

বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি কালিদাস রায় ১৮৮৯ খ্রিষ্টাব্দে ২২শে জুন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কড়ুই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন।

কালিদাস রায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে : ‘তন্মধ্যে কুন্দ’, ‘পর্ণপুট’, ‘ঋতুমঙ্গল’, ‘রসকদম’, ‘হৈমন্তী’, ‘লাজাঞ্জলি’, ‘ব্রজবেণু’, ‘চিত্তচিতা’ ইত্যাদি। তিনি প্রাচীন সংস্কৃত সাহিত্যের অনুবাদ করেন ও শিশুতোষ গল্প রচনা করেন।

সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ কালিদাস রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী স্বর্ণপদক’, বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’ উপাধি লাভ করেন। এছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি প্রদান করে।

কবি কালিদাস রায় ১৯৭৫ খ্রিষ্টাব্দের ২৫শে অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।

Add a Comment