আলাউদ্দিন আল আজাদ

আলাউদ্দিন আল আজাদ বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। আলাউদ্দিন আল আজাদ ১৯৩২ খ্রিস্টাব্দের ৬ মে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। আশাবাদী সংগ্রামী মনোভাব তাঁর রচনার বৈশিষ্ট্য। বর্তমানে নাগরিক জীবনের বিকার উপস্থাপনে আগ্রহী। তিনি ১৯৫২ এর ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর প্রথম উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র ১৯৬০ সালে ছাপা হয়।

আলাউদ্দিন আল আজাদ একজন শানিত ভাষার লেখক ছিলেন। তিনি ছিলেন বাস্তব জীবনের রূপকার। বাস্তবতার রূপ পরিগ্রহ করেছে তার ভাষা নির্মাণে। সংস্কৃতাশ্রয়ী শব্দ তিনি পরিহার করেছেন বলা চলে। তিনি প্রধানত মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের রূপকার। তাঁর গল্প নাতিদীর্ঘ।
তাঁর প্রথম প্রকাশিত গল্প জেগে আছি
মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি নাটক নরকে লাল গোলাপ।
১৯৭০ খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ঈশ্বরগুপ্তের জীবন ও কবিতা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৯ এর ৩রা জুলাই শুক্রবার রাতে ঢাকার উত্তরায় নিজ বাসভবন রত্নদ্বীপে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

তথ্যকণিকা

  • আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম কাব্য? উঃ মানচিত্র, ১৯৬১ সাল।
  • আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম উপন্যাস? উঃ তেইশ নম্বর তৈলচিত্র, ১৯৬০ সাল
  • আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম নাটক? উঃ মনক্কোর যাদুঘর, ১৯৫৮ সাল
  • আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম গল্প? উঃ জেগে আছি, ১৯৫০ সাল
  • আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম প্রবন্ধ? উঃ শিল্পীর সাধনা, ১৯৫৮ সাল

Add a Comment