মাইকেল মধুসূদন দত্ত ও অমিত্রাক্ষর ছন্দ

অমিত্রাক্ষর ছন্দ: বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, (২৫তম বিসিএস প্রিলিমিনারি) তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। ঊনবিংশ শতাব্দীতে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত।

  • ব্রজাঙ্গনা কাব্য ব্যতিত তার সব কাব্যই অমিত্রাক্ষর ছন্দে রচিত।
  • কাব্যেঃ প্রথম অমিত্রাক্ষর ছন্দের পরীক্ষা চালান তিলোত্তমাসম্ভব কাব্যে।
  • নাটকেঃ পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন।
  • বীরঙ্গনা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের সর্বোত্তম নিদর্শন ঘটিয়েছেন।

Add a Comment