BCS-Solution

কাজী নজরুল ইসলাম – বিবিধ

Kazi nozrul islam

Kazi nozrul islam

প্রশ্নঃ কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে নজরুলের প্রথম সাক্ষাৎ হয়?
উত্তরঃ ১৯২১ সালের অক্টোবর মাসে ড.মুহাম্মদ শহীদুল্লার মাধ্যমে

প্রশ্নঃ সঞ্চিতা কি?
উত্তরঃ সঞ্চিতা হল নজরুলের শ্রেষ্ঠ কাব্য সংকলন। এটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। এতে ৭৮টি কবিতা ও গান আছে। নজরুল ঢাকা বিশ্ববিদ্যলয়ের ছাত্রী ফজিলাতুন্নেসার প্রেমে পড়েন। তার সাথে প্রেম ভঙ্গের পর সঞ্চিতা কাব্যগ্রন্থটি তাকে উৎসর্গ করলে সে আপত্তি জানায় তখন তিনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন।

প্রশ্নঃ নজরুল কোন চলচ্চিত্রে অভিনয় করেন?
উত্তরঃ ১৯৩৪ সালে তিনি প্রথম ‘ভক্তধ্রুব’ ছবির সাথে যুক্ত হন। এ ছায়াছবির পরিচালনা, সঙ্গীত রচনা, সুর সংযোজনা ও পরিচালনা করেন। এবং নিজে নারদের ভূমিকায় অভিনয় করেন এবং নারদের চারটি গানের প্লেব্যাক নিজেই করেন।

প্রশ্নঃ কলকাতা বেতারে নজরুল কী কী অনুষ্ঠান পরিচালনা করেন?
উত্তরঃ হারামণি ও নবরাগ মালিকা

প্রশ্নঃ দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুতে কবি কী রচনা করেন?
উত্তরঃ অর্ঘ্য ও ইন্দ্রপতন

প্রশ্নঃ কবি কোন কোন ছবির জন্য কাহিনী ও গান রচনা করেন?

উত্তরঃ বিদ্যাপতি (১৯৩৮) ও সাপুড়ে (১৯৩৯)

Exit mobile version