গোবিন্দদাস

গোবিন্দদাস বৈষ্ণব পদাবলীর একজন একজন অন্যতম কবি। তিনি ব্রজবুলি ও বাংলা উভয় ভাষাতেই পদ রচনা করেছেন। গোবিন্দাস বিদ্যাপতির ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন।

গীতগোবিন্দ” তাঁর বিখ্যাত পদাবলী সাহিত্য- যা ব্রজবুলী ভাষায় রচিত।
তাঁর একটি বিখ্যাত উক্তি

যাঁহা যাঁহা নিকসয়ে তনু তনু জ্যোতি
তাঁহা তাঁহা বিজুরি চমকায় হোতি।

চৈতন্য পরবর্তী এ কবি “কচড়া” নামে শ্রী চৈতন্য দেবের জীবনী রচনা করেন।

Add a Comment