BCS-Solution

চণ্ডিদাস

bcs-preliminary-and-written-preparation

bcs-preliminary-and-written-preparation

চন্ডীদাস পূর্ববাংলার কবি ছিলেন। তিনি খাঁটি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা তিনি। বাংলা সাহিত্যে তিনি দ্বিজ চন্ডীদাস নামে পরিচিত। চণ্ডীদাসের পদ এতটাই হৃদয় স্পর্শী ছিল যে, স্বয়ং শ্রী চৈতন্যদেব তাঁর পদাবলি শুনে মুগ্ধ হয়েছেন। চণ্ডীদাস রাধাকে কৃষ্ণপ্রেমে আত্মহারা রূপে চিত্রিত করেছেন। তিনি মিলনের আনন্দের চেয়ে বিচ্ছেদের বেদনাকে তীব্রতর করে রূপ দিয়েছেন। তাঁর ভাব শিষ্য বৈষ্ণব পদাবলীর অপর কবি জ্ঞান দাস

তাঁর কয়েকটি বিখ্যাত উক্তি

Exit mobile version