BCS-Solution

হানিফা-কয়রাপরী

হানিফা-কয়রাপরি : কবি সাবিরিদ খান এর অন্যতম একটি জঙ্গনামা (জাতীয় যুদ্ধ) কাব্য হলেও প্রেমকাহিনির জন্য তা রোমান্টিক প্রণয়োপাখ্যানের পর্যায়ভুক্ত। কাব্যটি খণ্ডিত আকারে পাওয়া গেছে বলে কাব্যটি নিয়ে মতর্পাথক্য রয়েছে। হযরত আলীর পুত্র হানিফা কাহিনির নায়ক, জয়গুনের সঙ্গে হানিফের পরিণয়-যুদ্ধ ইসলাম ধর্ম গ্রহণসহ হানিফার সাথে কয়রাপরীর প্রণয় কাহিনি এ কাব্য বর্ণিত হয়েছে। কাব্যটিতে যুদ্ধ থাকলেও প্রণয় কাহিনি সর্পিল গতিতে অগ্রসর হয়ে রোমান্সের পর্যায়ে পৌঁছেছে।

– nubangla থেকে।

Exit mobile version