BCS-Solution

মুহম্মদ কবীর

মুহম্মদ কবির ১৬শ শতকের একজন কবি। তিনি হিন্দী কবি মনঝনের মধুমালত কাব্যের অনুসরণে মধুমালতী নামক কাব্য রচনা করেন। কাব্যটি এতোটা জনপ্রিয়তা অর্জন করেছিলো যে, কবিরের পরবর্তি ছয়জন কবি ও ওই একই নাম দিয়ে কাব্য রচনা করেছিলেন। তাঁর রচিত এই মুল্যবান কাব্যগ্রন্থটি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে পাওয়া যায়।

Exit mobile version