BCS-Solution

মধুমালতী কাব্য

মুহম্মদ কবীরের ‘মধুমালতী’ গ্রন্থটি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারায় গুরুত্বপুর্ণ সংযোজন। এ গ্রন্থটি কবে রচিত হয়েছে এ বিষয়ে সুনিদিষ্ট কোন সাল নেই। এ সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। হিন্দি কবি মনঝনের কাব্যগ্রন্থ অবলম্বনে মুহম্মদ কবীর এ গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। মধুমালতী এ কাব্যের নায়িকার নাম। চম্পা নায়িকার বান্ধবী। মনোহর এ কাব্যের নায়ক চরিত্র। মধুমালতী আর মনোহরের প্রেম পাঠককে রোমান্টিকতার জগতে নিয়ে যায়। রুপকথার নায়কের মতো মনোহর সকল বাধা অতিক্রম করে অবশেষে মধুমালতীকে লাভ করে। কবি অসাধারণ কাব্যিক দক্ষতায় এই রোমান্টিক প্রেমকাহিনি পাঠকের সামনে উপস্থাপন করেছেন।

– nubangla থেকে।

Exit mobile version