BCS-Solution

বাংলা সাহিত্যের চৈতন্য যুগ

শ্রী চৈতন্য যদিও কোনো সাহিত্য রচনা করেন নি, কিন্তু মধ্যযুগের সাহিত্য বিকাশে তাঁর ভূমিকা অপরিসীম। তাঁর নামে বাংলা সাহিত্যের একটি যুগের নাম করণ করা হয়েছে।

১২০১-১৩৫০ অন্ধকার যুগ
১৩৫১-১৫০০ চৈতন্য পূর্ববর্তী যুগ
১৫০১-১৬০০ চৈতন্য যুগ
১৬০১-১৮০০ চৈতন্য পরবর্তী যুগ

চৈতন্য যুগ বা চৈতন্য সমসাময়িক যুগের নিদর্শন হল চৈতন্যজীবনী কাব্য “চৈতন্যভাগবত“, বিভিন্ন বৈষ্ণব শাস্ত্র ও তত্ত্বগ্রন্থ।

Exit mobile version