BCS-Solution

কানা হরিদত্ত

কানা হরিদত্ত (১২ – ১৩ শতক) ছিলেন মনসামঙ্গল কাব্যের আদি কবি। কানা হরিদত্তের জন্ম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরৈল দত্তবাড়িতে। তাঁর রচিত কোনো কাব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার পরিচয় পাওয়া যায় কবি বিজয় গুপ্তের কাব্যে। বিজয় গুপ্ত তার বদনাম করার কারণে তার পরিচয় পাওয়া যায়।

“মুর্খে রচিল গীত, না জানে বৃত্তান্ত।
প্রথমে রচিল গীত, কানাহরি দত্ত।”

এখানে গীত মানে মনসামঙ্গল কাব্য। এখানে বিজয়গুপ্ত কানা হরিদত্তকে মূর্খ ও ছন্দ জ্ঞানহীন বলেছেন।

মনসামঙ্গল কাব্যের অপর কবিগণ

Exit mobile version