BCS-Solution

গঙ্গামঙ্গল কাব্য

কয়েকজন কবি গঙ্গামঙ্গল কাব্য রচনা করেন। এদের মধ্যে দ্বিজমাধব প্রাচীনতম। ধারনা করা হয় তিনি চণ্ডিমঙ্গলের দ্বিজমাধব। তিনি শী চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিলেন। গঙ্গা নদীর স্বর্গ থেকে মর্তে ও নদী রূপে সাগরে পতিত হওয়ার কাহিনী গঙ্গামঙ্গলের উপজীব্য।

দ্বিজ মাধব রচিত কাব্যের নাম সারদামঙ্গল বা সারদা চরিত। তিনি নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন। কাজের জন্য চট্টগ্রামের আসেন। সেখানেই তিনি কাব্য রচনা করেন।

Exit mobile version