BCS-Solution

মৎস্যেন্দ্রনাথ ও বিরুআপা

Virupa

Virupa

মৎস্যেন্দ্রনাথ
চর্যাপদের প্রথম বাঙালি কবি মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ বলে ধরা হয়। তিনি নাথ ধর্মের আধ্যাত্নিক গুরু। তিনি আনুমানিক সপ্তম শতকে বর্তমান ছিলেন। চর্যাপদে তার কোন পূর্ণাঙ্গ পদ পাওয়া যায়নি। তবে ২১ নং পদের টীকায় তার চারটি পদের উল্লেখ আছে।

বিরুআপা
তিনি ত্রিপুরার অধিবাসী ছিলেন। বিরুআপা নামটি মূল সংস্কৃত হচ্ছে ‘বিরুপাক’। টীকাকার তার নাম ‘বিরুপবজ্র’ উল্লেখ করেছেন। তার জীবনকালের শেষ সীমা ৮৩০ সাল। চর্যাপদে তার মাত্র একটি পদ আছে, যেখানে শুঁড়িবাড়ির বাস্তব চিত্র ফুটে উঠেছে। রাহুল সাংকৃত্যায়নের মতে তিনি ভিক্ষুকরূপে সোমপুর বিহারে বাস করতেন।


👉 Read More...👇
Exit mobile version