BCS-Solution

কুক্কুরীপা

Kukkuripa

Kukkuripa

চর্যার ২ নং পদের পদকর্তা কুক্করিপা। কুক্করিপা তিব্বত অঞ্চলের কবি ছিলেন। তিনি আনুমানিক অষ্টম শতকের প্রথম ভাবে বর্তমান ছিলেন। কুক্কুরীপা নামটি সংস্কৃত শব্দ ‘কুক্কুটপাদ’ এর বিকৃত রূপ। যে সব পণ্ডিত নানা রকম শাস্ত্র নিয়ে আলোচনায় মত্ত থাকতেন তাদের উপহাস করে কুক্কুটপাদ বলা হত। চর্যাপদের তিনটি পদ কুক্কুরীপা রচনা করেন। তার পদের ভাষা গ্রাম্য, ভাব ইতর। তিব্বতীয় ঐতিহ্য অনুযায়ী তিনি একটি নেড়ি কুকুর পুষতেন। তাকে মহিলা কবি মনে করা হয়। তিনি ইন্দ্রভূতির অন্যতম গুরু। কুক্কুরীপা রচিত ২ নং চর্যার শেষ চার লাইনের আধুনিক বাংলা অনুবাদ-

দিনে বধূ কাকের ডরে কাঁপে,
রাতদুপুরে সে-ই ছোটে কামরূপে!
কুক্কুরীপার চর্যা এমনই যে
কোটির মাঝে একজন তা বোঝে।

অনুবাদক


👉 Read More...👇
Exit mobile version