কাহ্নপা

  • চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা দিন। সর্বাধিক পদ রচয়িতার সম্পর্কে সংখিপ্ত পরিচয় দিন। (৩০তম বিসিএস লিখিত)
  • চর্যাপদ গ্রন্থে কোন পদকর্তার সর্বাধিক এবং কতটি পদ সংকলিত? (১৩তম বিসিএস লিখিত)
  • কাহ্নপা কে ছিলেন? (১০তম বিসিএস লিখিত)

কাহ্নপাদ বা কাহ্ন পা বা কৃষ্ণপাদ বা কৃষ্ণাচার্য্য চুরাশিজন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন ছিলেন। তিব্বতী বৌদ্ধ লামা তারানাথের মতে, বিদ্যানগর নামক স্থানে তাঁর বাসস্থান ছিল। তিনি সোমপুর মহাবিহারে সাধনা করতেন। তিনি হেবজ্র, যমান্তক প্রভৃতি বজ্রযান তন্ত্রসাধনার ওপর পঞ্চাশটির ওপর গ্রন্থ রচনা করেন। তার মোট পদের সংখ্যা ১৩ টি। যদিও ২৪ নং পদটি তার কি-না, তা নিয়ে মতভেদ রয়েছে। কেননা চর্যাপদে ২৪ নং পদটিই খুঁজে পাওয়া যায় নি। তাই মনে করা হয় এটি ‘কাহ্ণপা’র রচনা। তিনি ডোম্বী/ডোমনি-এর প্রেমে পড়ে নিজের সাধনা জলাঞ্জলি দিয়েছিলেন বলে তাঁর রচনা হতে যানা যায়। ১৯ নং পদে ( বা ১৮ নং পদে) তাঁর বিবাহের সংবাদ আছে। তিনি দেবপালের রাজত্বকালে বর্তমান ছিলেন।


👉 Read More...👇

One Comment

Add a Comment