ভাষা আন্দোলন‌ভি‌ত্তিক সাহিত্য

ভাষা আন্দোলন‌ভি‌ত্তিক উপন্যাস, গল্প ও ছোটগল্প

  1. আরেক ফালগুন; জ‌হির রায়হান। (৩২তম বিসিএস প্রিলিমিনারি)
  2. একু‌শের গল্প; জ‌হির রায়হান।
  3. মৌন নয়; শওকত ওসমান।
  4. পণ্ডশ্রম; আবু ইসহাক।

ভাষা আন্দোলন‌ভি‌ত্তিক নাটক
১. কবর ; মুনীর চৌধুরী। (৩৪তম বিসিএস প্রিলিমিনারি)

ভাষা আন্দোলন‌ভি‌ত্তিক সা‌হিত্য সংকলন
১. একু‌শে ফেব্রুয়া‌রি; হাসান হা‌ফিজুর রহমান।

ভাষা আন্দোলন‌ভি‌ত্তিক চল‌চ্চিত্র
১. জীবন থে‌কে নেয়া; জ‌হির রায়হান।
২. Let there be light; জ‌হির রায়হান।

ভাষা আন্দোলন‌ভি‌ত্তিক ক‌বিতা ও ছড়া
১. কাঁদ‌তে আসি‌নি,ফাঁসির দা‌বি নি‌য়ে এসে‌ছি; মাহবুব উল আলম চৌধু‌রী।
২. শহীদ স্মর‌নে; ‌মো.ম‌নিরুজ্জ‌ামান।
৩. সংগ্রাম চল‌বেই; ‌ সিকানদার আবু জাফর।
৪. স্মৃ‌তিস্তম্ভ; আলাউ‌দ্দিন আল আজাদ।
৫. একু‌শের ক‌বিতা; আল মাহমুদ।
৬. বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা- শামসুর রাহমান

ভাষা আন্দোলন‌ভি‌ত্তিক গান
১. আমার ভাই‌য়ের র‌ক্তে রাঙ্গা‌নো; আবদুল গাফফার চৌধুরী।
২. বাংলা বি‌নে গ‌তি নাই; আবদুল ল‌তিফ।
৩. ওরা আমার মু‌খের ভাষা কাইরা নি‌তে চায়; আবদুল ল‌তিফ।
৪. জা‌গি‌ছে‌ প্রভাত; জসীমউদদীন।

এছাড়া ভাষা আন্দোলন নি‌য়ে চিত্রকল্প ক‌রে‌ছেন-‌শিল্পাচার্য জয়নুল,কামরুল হাসান,হা‌মিদুজ্জামান সহ অনে‌কে।

  • ভাষা আন্দোলনভিত্তিক তিনটি গল্পের নাম লিখুন। (৩৬তম বিসিএস লিখিত)

Add a Comment